রাঙামাটির বাঘাইছড়িতে গুলিতে জেএসএসের (এমএন লারমা) দুই কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে ।
তারা হলেন উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের হাগলাছড়া এলাকার নয়ন জ্যোতি চাকমা (৩২) ও যুদ্ধ চন্দ্র চাকমা (৪১)। জেএসএস (এমএন লারমা) এ ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ি করলেও তারা তা অস্বীকার করেছে।
জনসংহতি সমিতি (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সভাপতি সুরেশ কান্তি চাকমা বলেন, মধ্যরাতে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা যুব সমিতির ২ সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। ইউপিডিএফের কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য তারা এই হত্যা করেছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কেন্দ্রীয় নেতা মাইকেল চাকমা এ অভিযোগ অস্বীকার করে জানান, তাদের অন্তর্কোন্দলে এই ঘটনা ঘটতে পারে।
রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
এসজে / এসএস